রহমত নিউজ ডেস্ক 14 June, 2023 03:48 PM
হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মো. শাহাবুদ্দিন খান বলেছেন, কোনও পশুবাহী গাড়ির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মহাসড়কে গাড়ি থামানো যাবে না। কেউ গাড়ি থামালে বরদাশত করা হবে না। পশুবাহী গাড়ির গন্তব্য কোথায় সেব্যাপারে প্রতিটি গাড়ির সামনে ব্যানার টানিয়ে চলাচলের পরামর্শ দেন তিনি।
বুধবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় এপিবিএন এর সদর দফতরে হাইওয়ে পুলিশের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
হাইওয়ে পুলিশ প্রধান বলেন, কোনও গরুর হাটের ভলান্টিয়ার জোর করে বা বাধা দিয়ে পশুবাহী গাড়ি কোনও হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুবাহী গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনও ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন ও পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের বলছি, চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন। পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করার বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারীরা যাতে কোনও ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।