| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন খুলনায় তৃতীয়বারের মতো মেয়র হলেন নৌকার আব্দুল খালেক


খুলনায় তৃতীয়বারের মতো মেয়র হলেন নৌকার আব্দুল খালেক


রহমত নিউজ     12 June, 2023     09:48 PM    


খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে আবারও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আওয়াল থেকে ৯৪ হাজার ৭৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। যদিও ফলাফল ঘোষণার মাঝেই দলীয়ভাবে ফল বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে এই সিটি করপোরেশনের  ২৮৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সিটি করপোরেশনে চলে ভোটগ্রহণ।

খুলনা সিটি করপোরেশনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে এখানে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার ভোটাধিার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৪৮.২ শতাংশ। প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৬০ হাজার ৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল। এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ১৮ হাজার ৭৪, টেবিল ঘটি প্রতীকের প্রার্থী এস এম শফিকুর রহমান ১৭ হাজার ২১৮ ও গোলাপ ফুল প্রতীকের প্রার্থী এস এম সাব্বির হোসেন ৬ হাজার ৯৬ ভোট পেয়েছেন।

ইভিএম পদ্ধতিতে ভোট হওয়া এই সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল দুপুরের আগেই অভিযোগ করেছেন জনগণ হাত পাখায় ভোট দিলেও ইভিএমে সেই ভোট চলে যাচ্ছে নৌকা মার্কায়।

যদিও ভোটগ্রহণ শেষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন দাবি করেন, এবার খুলনার কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।