মূল পাতা শিক্ষাঙ্গন তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা
রহমত নিউজ 07 June, 2023 10:06 PM
তীব্র গরমের কারণে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে।
বুধবার (৭ জুন) বিকেলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের দাখিল পর্যায়ের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে, রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
দাবদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা। এ ছাড়া যেসব দাখিল মাদরাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।