রহমত নিউজ ডেস্ক 29 May, 2023 06:44 PM
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্র ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমারা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিচ্ছে না। কানাডা, যুক্তরাষ্ট্র মুখে বড় বড় কথা বলে, হাজারো রোহিঙ্গা তারা নিয়ে যেতে চায়। অথচ এখন তারা এসবের ধারে কাছে নেই। মাত্র ৯ জনকে কানাডা নিয়েছে, আর ২৬ জনকে যুক্তরাষ্ট্র নিয়েছে।
আজ (২৯ মে) সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ওয়েইডংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীন আরো অংশ নিতে চায় জানিয়ে বলেন, চীনের ভাইস মিনিস্টার ১০ বছর পর বাংলাদেশে এসে উন্নয়নের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন উন্নয়নে বাংলাদেশের অংশীদার হতে পেরে চীনও আনন্দিত। দেশটি আমাদের আরও প্রকল্পে অংশীদার হতে চায়। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রথম ব্যাচের ৩০০ জন কবে যাবে জানা নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টিতে চীন কাজ করছে। এ বিষয়ে তারা জোরালো ভূমিকা রাখলে সংকট সমাধান হতে পারে। এশিয়ার বড় রাষ্ট্র হিসেবে এ বিষয়ে চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এরআগে, রবিবার (২৮ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন চীনের ভাইস মিনিস্টার। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো পক্ষই কথা বলেননি। কূটনৈতিক সূত্র অবশ্য বলছে, ওই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। এছাড়া চীনের নতুন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানের আহ্বানও জানানো হয়েছে।