রহমত নিউজ 18 May, 2023 10:15 AM
পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশে গত কয়েকদিন থেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে। এই মাস জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়, এ মাসে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই। মাসজুড়েই বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিদ্যমান থাকবে। সেইসাথে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, দীর্ঘ তাপপ্রবাহের পর আবহাওয়া এই মাস জুড়ে স্বস্তির থাকবে। সারা দেশে এই মাসে তাপমাত্রা থাকবে ২৮ থেকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি পর্যন্ত। বৃষ্টি হলেও রোদ উঠবে।
এ আবহাওয়াবিদ আরও জানান, সামনে কোনো ঘূর্ণিঝড়ে হওয়ার আশঙ্কা নেই। তবে সারাদেশে কালবৈশাখী ঝড় হবে দেশের বিভিন্ন জায়গায়।