| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে বাড়ানো হলো জামিনের মেয়াদ


ইমরান খান

ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে বাড়ানো হলো জামিনের মেয়াদ


মুসলিম বিশ্ব     18 May, 2023     09:03 AM    


আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের আদেশ অনুযায়ী, মামলার প্রধান আসামি ইমরান খান আগামী ৩১ তারিখ পর্যন্ত জামিনে থাকবেন। এ সময়ের মধ্যে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না।

এর আগে গত ১২ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে দু’সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদালতের সেই আদেশ অনুযায়ী এ মামলার প্রধান আসামি ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত।

বুধবার (১৭ মে) ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর পিটিশনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার গওহর।

বুধবার সেই পিটিশনের ওপর শুনানি হয়। শুনানিতে পরোক্ষভাবে পিটিশনকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল এবং ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর জাদুন জানান, আলোচিত এই মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে আরও সময় প্রয়োজন রাষ্ট্রপক্ষের।

শুনানি শেষে আগামী ৩১ মে পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করে আদালত। সেই সঙ্গে ৩১ মে পর্যন্ত যেকোন ধরনের শুনানিও মূলতবি ঘোষণা করে।

সূত্র: ডন