| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত আরো ২৩২ জন


২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত আরো ২৩২ জন


রহমত নিউজ     06 May, 2023     10:17 PM    


গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৪ উপজেলায় আরো ২৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগী ভর্তি হন।

শনিবার (৬ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ১৫ উপজেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, সীতাকুণ্ডে ১৪, সন্দ্বীপে এক, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে আট, রাউজানে ১১, রাঙ্গুনিয়ায় ১০, বোয়ালখালীতে ২৩, আনোয়ারায় ২৯, পটিয়ায় ৩০, বাঁশাখালীতে ১৬, চন্দনাইশে ৩৩, সাতকানিয়ায় ১২ ও লোহাগাড়ায় ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে টিম প্রস্তুত রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ রোগী একদিনে ভালো হয়ে উঠছেন। কারও কারও বেশি সময় লাগছে।’

এদিকে, ডায়রিয়া আক্রান্তের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভিকে। পাশাপাশি ডায়রিয়া থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিটি উপজেলায় মাইকিং করা হচ্ছে।

এলাকায় উঠান বৈঠক করে গ্রামবাসীকে সচেতন করার চেষ্টা চলছে। গ্রামবাসীকে বাইরের খোলা ও বাসি খাবার পরিহার করার জন্য অনুরোধ জানান স্বাস্থ্য কর্মকর্তারা। তবে চট্টগ্রাম ওয়াসার পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন নগরবাসী।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম