| |
               

মূল পাতা অর্থনীতি তুরস্ক থেকে চিনি কিনবে সরকার


তুরস্ক থেকে চিনি কিনবে সরকার


রহমত নিউজ     04 May, 2023     09:49 AM    


টিসিবির জন্য তুরস্ক থেকে ৬৪ কোটি ২০ লাখ টাকায় সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার। প্রতি কেজির দাম পড়বে ৮২ টাকা ৮৯ পয়সা। আগে দাম ছিল ৮৮ টাকা ৭৪ পয়সা। এতে মোট খরচ ধরা হয়েছে কোটি ৬৪ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (০৩ মে) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় ১ লাখ ৬৫ হাজার টনের বেশি সার কেনার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কানাডা, তিউনিশিয়া এবং মরক্কো থেকে এ সার কেনা হবে।

এছাড়া, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র থেকে ৪ কার্গো এলএনজি কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২০১৩ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ২০৮ টাকা। পাশাপাশি, পদ্মা সেতু রেল সংযোগের পরামর্শক ব্যয় ৩০১ কোটি ৪২ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ বাড়ায় এ ব্যয় বাড়ানো হচ্ছে। এর ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা।