| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে’


‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে’


রহমত নিউজ ডেস্ক     04 May, 2023     09:27 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চলমান দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দুর্নীতিবাজদেরকে প্রত্যাখান করে যোগ্য দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। দেশের মানুষ বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়। কিন্তু বার বার ঘুরে ফিরে দুর্নীতিবাজরাই যদি ক্ষমতার মসনদে আসে তাহলে জাতির দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। এ জন্য রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। জনগণ তাঁদের ওপর আস্থা রাখতে পারছে না। ফলে দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আবারও দুর্নীতিবাজদের শোষণের কালো অধ্যায়ে নিয়ে যাবে।

আজ (৪ মে) বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, আলহাজ আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জিএম রুহুল আমীন, আবুল কালাম আজাদ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান, কেএম বেলাল হোসেন।