মূল পাতা আন্তর্জাতিক রাস্তায় ঈদের নামাজ আদায় করায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক 28 April, 2023 05:33 PM
অনুমতি ছাড়া ঈদগাহের বাইরে রাস্তায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করায় ভারতে ২ হাজার মুসল্লির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
তিনটি এফআইআর-এ ২ হাজারেরও বেশি মুসল্লির বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। খবর এনডিটিভির।
বুধবার (২৬ এপ্রিল) বাজারিয়া, বাবু পুরওয়া এবং জাজমাউ থানায় পৃথকভাবে এফআইআরগুলো নথিভুক্ত করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে পুলিশের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মোহাম্মদ সুলেমান। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে তাদের টার্গেট করা হচ্ছে।
তিনি বলেন, ঈদের দিন ঈদগাহের বাইরের রাস্তায় কিছু মুসল্লি নামাজ পড়েছিলেন। কারণ ঈদগাহের ভেতরে আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না।
ওমবীর সিং তার অভিযোগে বলেছেন, ১৪৪ ধারা লঙ্ঘন করে ঈদের নামাজ পড়ার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি রাস্তায় নামাজ পড়তে হাজির হন।