মূল পাতা মুসলিম বিশ্ব টিভি লাইভে হঠাৎ অসুস্থ তুর্কী প্রেসিডেন্ট এরদোগান
মুসলিম বিশ্ব ডেস্ক 28 April, 2023 03:06 PM
একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ ঘটনার পরই এরদোগানের নির্বাচনী প্রচারণা স্থগিত করা হয়। খবর বিবিসির।
সাক্ষাৎকারের মধ্যে এরদোগান অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানটির সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তবে ২০ মিনিট বিরতির পর অনুষ্ঠানটি শুরু হলে এরদোগান জানান যে ‘পাকস্থলীর ফ্লু’ এর কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ বোধ করছেন।
পরে তিনি এক টুইট বার্তায় জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ আমি বিশ্রাম করবো।...আগামীকাল থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।”
৬৯ বছর বয়সী এরদোগান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু ছয়টি দলের একটি জোটের নেতা হিসেবে নির্বাচন করছেন।
প্রেসিডেন্ট এরদোগান অসুস্থ হওয়ার পর অনেক নেতার মত তিনিও তার দ্রুত সুস্থতা কামনা করেন।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী ফাহরেতিন কোচা বৃহস্পতিবার জানান যে প্রেসিডেন্টের শরীরের অবস্থা ভালো। এরদোগান যত দ্রুত সম্ভব তার পূর্ব নির্ধারিত নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
গত ২১ বছর ধরে এরদোগান তুরস্কের ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউ চলাকালে তার অসুস্থ হওয়ার মত ঘটনা ঘটলো।
এর আগে ২০১১ এবং ২০১২ সালে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। সে সময়ও তার স্বাস্থ্য নিয়ে নানা কানাঘুষা তৈরি হয়েছিল।