| |
               

মূল পাতা সারাদেশ জেলা কুয়াকাটায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


কুয়াকাটায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


রহমত নিউজ ডেস্ক     18 April, 2023     05:12 PM    


দাবদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষায় আল্লাহর রহমত লাভের জন্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন কুয়াকাটার আলীপুরের মানুষ। খোলা আকাশের নিচে তিন শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের ইমামতি করেন আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, বৃষ্টির জন্য সম্মিলিতভাবে আজান, একামত ছাড়া জামাতে দুই রাকাত নামাজ আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইসতিসকা’। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তি জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসুল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন এবং আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। 

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর