রহমত নিউজ ডেস্ক 18 April, 2023 04:42 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ী ফেরার ব্যবস্থা করতে হবে। নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষ নিরাপদে বাড়ী ফিরা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। সকলের মধ্যেই একটা উৎকন্ঠা মনোভাব, তারা নিরাপদে যানজটমুক্তভাবে এবং চাঁদাবাজীর খপ্পর থেকে মুক্ত হয়ে বাড়ী ফেরা। সেইসাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিকে নজরে রাখতে হবে। ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত এবং সবধরণের চাঁদাবাজী বন্ধ করতে হবে। যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করতে হবে। ঈদকে সামনে রেখে গ্রামমুখি মানুষ টিকেট ক্রয়ে ব্যস্ত। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে দিন কি দিন লাইনে দাড়িয়ে থেকেও টিকেট পাচ্ছে না অনেকেই। এক ধরণের অসাধু পরিবহন ব্যবসায়ী ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনে ব্যস্ত হয়ে পরে। এটি যেন কেউ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সেইসাথে যাত্রীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আজ (১৮ এপ্রিল) মঙ্গলবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব হারুন অর রশীদ, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতী দেলাওয়ার হোসেন সাকী, এডভোকেট এম হাসিবুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন খান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, সদস্য আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।