| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন যেভাবে দেখবেন বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল


যেভাবে দেখবেন বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল


জামিল আহমদ     15 April, 2023     12:05 PM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশিত হবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) এ ফলাফল ঘোষণা করা হবে।

ব্যাক্তিগত বা মাদরাসাওয়ারী বেফাকের ফলাফল দেখার নিয়ম অনেক শিক্ষার্থীই জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য ফলাফল দেখার পদ্ধতি সম্পর্কে আমরা জানাবো। অনলাইনে ব্যাক্তিগত বা মাদরাসাওয়ারী ফলাফল দেখতে হলে প্রথমে ভিজিট করতে হবে বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com উক্ত ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে ফলাফল দেখবেন তা ধাপে ধাপে বর্ণনা করা হলো-

১. প্রথমে www.wifaqresult.com এই ওয়েবসাইটে ঢুকুন।

২. উক্ত ওয়েবসাইটে প্রবেশের পর উপরের স্ক্রিনশটের মত একটি পেজ দেখতে পাবেন। যেখানে প্রথমে আপনার পরীক্ষার সন নির্বাচন করতে হবে, তারপর মারহালা নির্বাচন করতে হবে এবং শেষে আপনার রোল টাইপ করতে হবে।

৩. এরপর নিচের “সাবমিট” বাটনে ট্যাপ করতে হবে। “সাবমিট” বাটনে ট্যাপ করলেই বেফাকের ফলাফল দেখতে পাবেন।

মাদরাসাওয়ারী বেফাকের ফলাফল দেখার নিয়ম

প্রথমে মরাহালা নির্বাচন করুন
মাদরাসার ইলহাক নং দিয়ে Next বাটনে ক্লিক করুন
বেফাকে আপনার মাদরাসার দেওয়া মোবাইল নাম্বারের শেষ দুই সংখ্যা টাইপ করে সার্চ কুরুন।