মূল পাতা শিক্ষাঙ্গন মুতাওয়াসসিতায় মেয়েদের মধ্যে প্রথম ত্রিশালের জান্নাতুল ফিরদাউস
রহমত নিউজ ডেস্ক 15 April, 2023 10:43 PM
কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল মুহিউস সুন্নাহ মহিলা মাদরাসা, চকরামপুরে জান্নাতুল ফিরদাউস সুবর্ণা। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার দারুস সালামস্থ মারকাযু ফয়যিল কুরআন আল-ইসলামী হরিরামপুরের লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯%। মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।
আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।
একনজরে মুতাওয়াসসিতাহ মারহালার ফলাফল
মোট পরীক্ষার্থী ৭৩০৫ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ২৬৯৫ জন। মুমতায (স্টার মার্ক) ১০২৫৪ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ১৩৮৫৪ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১৪৬৯৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ১৫৮৭৬ জন। মোট পাস ৫৪৬৮৯ জন। পাসের হার ৭৭.৭২%।
ছাত্র : মোট পরীক্ষার্থী ২৩৯৩৭ জন, অনুপস্থিতির সংখ্যা ৯৬৫ জন। মুমতায (স্টার মার্ক) ৭০১২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮৮৬ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪১৪০ জন। মাকবুল (৩য় বিভাগ) ৩৬৬৯ জন। মোট পাস ২০৭০৭ জন। পাসের হার ৯০.১৪%।
ছাত্রী : মোট পরীক্ষার্থী ৪৯১১৭ জন, অনুপস্থিতির সংখ্যা ১৭৩০ জন। মুমতায (স্টার মার্ক) ৩২৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৭৯৬৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ১০৫৫৯ জন। মাকবুল (৩য় বিভাগ) ১২২০৭ জন। মোট পাস ৩৩৯৭৬। পাসের হার ৭১.৭০%।