| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ফযীলতে ছেলেদের মধ্যে প্রথম জামেয়া রশীদিয়ার আব্দুল কাইয়ূম


ফযীলতে ছেলেদের মধ্যে প্রথম জামেয়া রশীদিয়ার আব্দুল কাইয়ূম


রহমত নিউজ ডেস্ক     15 April, 2023     03:26 PM    


কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ফেনী জেলার জামেয়া রশীদিয়া লস্করহাটের শিক্ষার্থী মো: আব্দুল কাইয়ূম। প্রাপ্তনাম্বার-৭৭০।

কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯% । মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী,  মুফতী ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

একনজরে ফযীলত মারহালা

মোট পরীক্ষার্থী ৩৬৫৬৩ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ১৩০৩। মুমতায (স্টার মার্ক) ১৬৯৬ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৮৭৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৯০৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ১১৭৬৭ জন। মোট পাস ২৮৩৭৩। পাসের হার ৮০.১৩%।

ছাত্র : মোট পরীক্ষার্থী ১৭৮৪৪, অনুপস্থিতির সংখ্যা ৬১২। মুমতায (স্টার মার্ক) ১২৯৯ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৩৫১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৫০১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৪৪৯৪ জন। মোট পাস ১৩৮০৮। পাসের হার ৮০.১৩%।

ছাত্রী : মোট পরীক্ষার্থী ২১৭১৯, অনুপস্থিতির সংখ্যা ৬৯১। মুমতায (স্টার মার্ক) ৩৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ২৩৬৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৫৩১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭২৭০ জন। মোট পাস ১৪৫৬৫ জন। পাসের হার ৬৯.২৬%।