মূল পাতা মুসলিম বিশ্ব সরকার থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন বিলাওয়াল ভুট্টো
মুসলিম বিশ্ব ডেস্ক 07 March, 2023 06:11 AM
পাকিস্তান সরকারের শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সরকার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। খবর জিও টিভির।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো গত রোববার (০৫ মার্চ) বলেছেন, সিন্ধু প্রদেশে বন্যাকবলিতদের জন্য প্রতিশ্রুত ত্রাণ ও সহায়তা না সরবরাহ করা হলে কেন্দ্রীয় সরকারে তার পার্টির থাকা কঠিন হয়ে যাবে। সিন্ধু প্রদেশ পিপিপির ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে বহু মানুষ বন্যায় বিপদগ্রস্ত রয়েছেন।
বন্যাকবলিতদের জন্য যেখানে সাড়ে ১৩ বিলিয়ন রুপি প্রয়োজন। কেন্দ্রীয় সরকার সেখানে মাত্র ৪ দশমিক ৭ বিলিয়ন রুপি দিয়েছে এবং বাকি ৮ দশমিক ৩৯ বিলিয়ন রুপি সিন্ধু প্রদেশের সরকারকে ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিলাওয়াল ভুট্টো বলেন, ‘পার্লামেন্টে এ নিয়ে কথা বলব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। ভুক্তভোগীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, নইলে সরকারের অংশ হিসেবে থাকা পিপিপির জন্য কঠিন হয়ে যাবে।’