| |
               

মূল পাতা প্রবাস সৌদিতে ঘুষের অভিযোগে দূতাবাসের ২ কর্মকর্তা ও ৭ বাংলাদেশি গ্রেপ্তার


সৌদিতে ঘুষের অভিযোগে দূতাবাসের ২ কর্মকর্তা ও ৭ বাংলাদেশি গ্রেপ্তার


রহমত নিউজ     06 March, 2023     03:13 PM    


ঘুষ নিয়ে শ্রমিকদের ভিসা দেয়ার অভিযোগে ঢাকায় সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তা এবং সাত বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

রোববার (০৫ মার্চ) সৌদি আরবের গণমাধ্যম দৈনিক আল-মারসদ পত্রিকায় তাদের গ্রেপ্তারের খবর প্রকাশ করা হয়। অভিযোগে বলা হয়েছে, দূতাবাসের এই দুই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নিয়েছেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।

এছাড়া বাংলাদেশি, আশরাফ উদ্দিন, আলমগীর হোসেন, শফিক, মালিক, জায়েদ, আবুল কালামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।