| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে সরকার চিন্তিত: ওবায়দুল কাদের


পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে সরকার চিন্তিত: ওবায়দুল কাদের


রহমত নিউজ     06 March, 2023     02:03 PM    


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অর্থনৈতিক সংকট আছে, এটা চ্যালেঞ্জের ব্যাপার। যুদ্ধ অচিরেই থেমে যাবে বলা যায় না। নিষেধাজ্ঞা আছে। এর ফলে সারা দুনিয়ায় পণ্যের দাম বেড়েছে।বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে সরকার। এরপরও পণ্যের দাম বেশি। সরকার চিন্তিত পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে। তবে এ ক্ষেত্রে জনগণ সরকারের সঙ্গে আছে। বিএনপির আন্দেলনের সঙ্গে জনগণ এখন পর্যন্ত নেই। ’

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনে ভাটা নেমেছে, তাই তারা নাশকতার পথে যাচ্ছে কি না তা খতিয়ে দেখছে সরকার। ’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে তত বর্ষে না। তারা গণঅভুত্থানের কথা বলে এখন নিঃশব্দ মানববন্ধনের কথা বলছে। তাদের আন্দোলনের গতিপ্রকৃতি দেখে বোঝা যায়, তাতে জনগণ অংশগ্রহণ করছে না। নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে। তাদের আন্দোলনকে আমরা চ্যালেঞ্জ মনে করছি না। তারা সহিংসতা করলে আমরা মোকাবেলা করবো। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কথা বললেই সরকার মামলা দেয় না। এর প্রমাণ কী? তারা প্রতিদিন সরকারকে আক্রমণ করছে, উসাকনিমূলক কথা বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এরপরও তাদের নেতারা কী জেলে আছে? তারা সমাবেশ করছে। ’