| |
               

মূল পাতা সারাদেশ মহানগর জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকলে দেশ টিকবে : মাওলানা ইসমাইল নূরপুরী


জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকলে দেশ টিকবে : মাওলানা ইসমাইল নূরপুরী


রহমত নিউজ ডেস্ক     16 February, 2023     10:18 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানাইসমাঈল নুরপুরী বলেছেন, দলের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের অনতিবিলম্বে মুক্তি দিন, আলেমদের মুক্তি দেওয়া ছাড়া দেশে শান্তি ফিরে আসবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনসাধারণের নাগালের বাইরে চলে গেছে, অথচ সরকার বলছে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, মানুষ বাঁচলে উন্নয়ন। জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকলে দেশ টিকবে। বর্তমানে আইন-শৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলছে, এভাবে চলতে থাকলে দেশে আইন বলে কিছু থাকবে না, তাই সরকারকে বলতে চাই, আইনের শাসন গড়ে তুলুন দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।

আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হল রুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সহ-সভাপতি হাফেজ কাজী নিজামুদ্দীনের সভাপতিত্বে সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোরশেদ কামাল চৌধুরী ও মজলিস আমেলার সদস্য মাওলানা আব্দুল মালেকের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সহ-বায়তুল মাল সম্পাদক ও  যুব মজলিসের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান। গাজীপুর মহানগরীর সভাপতি মাওলানা কেরামত আলী, সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ নোমানী, যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,‌ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

সম্মেলনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচনব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, আগামি প্রজন্মকে ইসলামবিমুখ করতে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ যুক্ত করেছে। মাওলানা মামুনুল হককে কোর্টে তোলার সময় তাঁর নিষ্পাপ শিশুদের পিতাকে দেখার জন্য ব্যকুল হয়ে দৌড়ানোর দৃশ্য আমাদের ব্যথিত করে। তাকে কারাগারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে মানবিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর