মূল পাতা শিক্ষাঙ্গন দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি প্রকাশ
জামিল আহমদ 02 February, 2023 04:57 PM
‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী (৫ মার্চ) রবিবার শুরু হয়ে (১৬ মার্চ) বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা চলবে।
আজ (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একটি পরীক্ষা সময়সূচি প্রকাশ করা হয়। গতকাল, ৯ রজব ১৪৪৪ হিজরী, ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বুধবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় ১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার রুটিন অনুমোদন হয়।
সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মার্চ তারিখে ১২ শাবান হলে ৮ মার্চ বুধবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৭ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে। পক্ষান্তরে ৫ মার্চ তারিখে ১১ শাবান হলে ৯ মার্চ বৃহস্পতিবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৬ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।