| |
               

মূল পাতা জাতীয় নজরদারির প্রযুক্তি জাতিগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে : সুজন


নজরদারির প্রযুক্তি জাতিগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে : সুজন


রহমত নিউজ ডেস্ক     15 January, 2023     09:40 PM    


রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়িপাতার ব্যবস্থা চালু করার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। রবিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নজরদারির প্রযুক্তি আমাদের জাতিগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। সুজন’র আশঙ্কা, সুনির্দিষ্ট নীতিমালার অনুপস্থিতিতে এমন প্রযুক্তির ব্যবহারে তথ্যের অবাধ প্রবাহের ব্যাঘাত সৃষ্টিসহ ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের গোপনীয়তা, সুরক্ষা এবং মত প্রকাশের স্বাধীনতাসহ একাধিক সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে। একটি সুনির্দিষ্ট নীতিকাঠামো প্রণয়নের আগ পর্যন্ত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বন্ধ রাখার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে কোন সুনির্দিষ্ট আইন ও নীতি অনুযায়ী এসব প্রযুক্তি কেনা হলো, সরকারের পক্ষ থেকে এ প্রশ্নগুলোর সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত ব্যাখ্যাও আশা করে সংগঠনটি।