| |
               

মূল পাতা রাজনীতি বাম দল নির্বাচন আসলেই বিদেশি রাষ্ট্রদূতগুলো মাঠে নামে : মেনন


নির্বাচন আসলেই বিদেশি রাষ্ট্রদূতগুলো মাঠে নামে : মেনন


রহমত নিউজ ডেস্ক     19 December, 2022     10:15 PM    


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন আসলেই বিদেশি রাষ্ট্রদূতগুলো মাঠে নেমে পড়ে, সুষ্ঠু নির্বাচনের জন্য বিবৃতি দেয়। এটা তাদের চক্রান্তের একটি অংশ। এবার শুধু মাঠে নেমেই ক্ষান্ত হননি বাড়িতে যাওয়া শুরু করেছে। 

আজ (১৯ ডিসেম্বর) সোমবার রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, আনিসুর রহমান, মওলা বক্স, আরমান আলী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।

মেনন বলেন, প্রধানমন্ত্রী বিজয় দিবসের ভাষণে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও গ্যাসের ওপর থেকে সব ধরনের ভর্তুকি তুলে নেবেন। আমি বলি দেশে বিদ্যুৎ খাত থেতে দুর্নীতি কমান, গ্যাস সেক্টর থেকে দুর্নীতি কমান তাহলে সাধারণ মানুষকে আর বাড়তি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে হবে না।