রহমত নিউজ 15 December, 2022 09:56 PM
সয়াবিন তেলের দাম খুচরা পর্যায়ে প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়েছে সরকার। পাম তেলের দাম কমানো হয়েছে চার টাকা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯০৬ টাকা। পাম তেলের দাম চার টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেলের দাম প্রতি লিটার ১২১ টাকায় বিক্রি হচ্ছে।