রহমত নিউজ 08 December, 2022 03:31 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকে বাসায় না পেয়ে তার ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল (০৭ ডিসেম্বর) বুধবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির হীরাঝিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম রবি জানান, রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০০ থেকে ৩০০ সদস্য তার বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় তল্লাশি চালিয়ে সেখানে আমার কোনও সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তমকে (২০) ধরে নিয়ে যায় পুলিশ। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাঙচুর ও তছনছ করে।
তিনি আরও বলেন, তার ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তম নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ।
মনিরুল ইসলাম রবির সহধর্মিনী নিলুফার ইয়াসমিন জানান, রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনে হিচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেন পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেল?
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনও তার বিরুদ্ধে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। -আমাদের সময়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ