রহমত নিউজ ডেস্ক 04 December, 2022 05:07 PM
অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। যদিও শনিবার রাত থেকেই টুকুর পরিবারের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের দাবি করা হয়েছিল। কিন্তু রাতে ডিবির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।
আজ (৪ ডিসেম্বর) রবিবারদুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।
শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেছিলেন, বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন ও টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।