| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দুর্নীতির অভিযোগে দামেস্কে নিজ ভাইয়ের অফিস বন্ধ করে দিলেন আহমাদ আল-শারা


দুর্নীতির অভিযোগে দামেস্কে নিজ ভাইয়ের অফিস বন্ধ করে দিলেন আহমাদ আল-শারা


শেখ আশরাফুল ইসলাম     02 November, 2025     01:48 PM    


দুর্নীতির অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা তার ভাই জামাল আল-শারার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জামাল আল-শারার প্রতিষ্ঠানটি ছিল আমদানি, রপ্তানি এবং পর্যটন প্রকল্পে সম্পর্কিত।

শনিবার (১ নভেম্বর) গালফ নিউজে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

সংবাদের সূত্র অনুসারে, দুর্নীতির অভিযোগে এই মাসের শুরুতে অফিসটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে জামাল আল-শারাকে কোনোপ্রকার সহযোগিতা না করার নির্দেশ দেওয়া হয়।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় অফিসটি বন্ধের বিষয়ে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সিরিয়ায় জামাল আল-শারার আর কোনো বাণিজ্যিক বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা নেই। 

জামাল আল-শারার অফিসের একজন প্রাক্তন কর্মচারী বলেছেন, তারা দামেস্ক ছেড়ে চলে গেছেন কিন্তু এর কারণ জানাননি।

অফিস বন্ধের পর প্রেসিডেন্ট আহমাদ আল-শারার বাবা এবং পরিবারের বেশ কয়েকজন সদস্যের উপস্থিতিতে একটি পারিবারিক বৈঠক অনুষ্ঠিত হয়।

আহমাদ আল-শারার পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, বৈঠকের সময় রাষ্ট্রপতি ব্যক্তিগত তদবির বা সুযোগ-সুবিধার জন্য পরিবারের নাম ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

সূত্র : গালফ নিউজ