| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সিআরবিতে হাসপাতাল হবে না : রেলমন্ত্রী


সিআরবিতে হাসপাতাল হবে না : রেলমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     04 December, 2022     06:18 PM    


রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা সরকারি-বেসরকারি উদ্যোগে সিআরবিতে একটি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু চট্টগ্রামবাসীর দাবি ছিল, এখানে যেন কোনও হাসপাতাল করা না হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও একই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণকাজ যাতে না করি। যেটি রেলওয়ের অন্য জায়গায় করা হবে। ‘চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং-সিআরবিতে হাসপাতাল হবে না। 

আজ (৪ ডিসেম্বর) রবিবার বিকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম নগরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিতি পাওয়া ঐতিহ্যবাহী সিআরবিতে পিপিপি প্রকল্পের আওতায় ৫০০ শয্যার হাসপাতাল এবং ১০০ আসনের মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য ২০২০ সালের ১৮ মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। এরপর হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে সবুজ সিআরবিকে বাঁচানোর দাবিতে চট্টগ্রামের লোকজন আন্দোলন শুরু করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম