| |
               

মূল পাতা আন্তর্জাতিক অতিরিক্ত টিভি দেখায় ছেলেকে সারারাত টিভি দেখার শাস্তি দিলেন বাবা-মা! 


অতিরিক্ত টিভি দেখায় ছেলেকে সারারাত টিভি দেখার শাস্তি দিলেন বাবা-মা! 


আন্তর্জাতিক ডেস্ক     28 November, 2022     07:34 AM    


অতিরিক্ত সময় ধরে টেলিভিশন দেখার অপরাধে আট বছরের এক শিশুকে সারারাত ধরে টেলিভিশন দেখার শাস্তি দিয়েছেন বাবা-মা। চীনের হুনান প্রদেশে এ ঘটনা ঘটে। তবে ওই শিশুটির নাম প্রকাশ করা হয়নি। খবর সাউথ চায়না মনিং পোস্টের। 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তার বাবা-মা বাসার বাইরে গিয়েছিল এবং যাওয়ার সময় তাকে বলে যায় বাড়ির কাজ শেষ করে রাত সাড় আটটার মধ্যে ঘুমিয়ে পড়তে। কিন্তু তারা যখন বাসায় ফিরল তখন লক্ষ্য করল তাদের ছেলে বাড়ির কাজ করেনি, গোসলও দেয়নি। এবং রাত সাড়ে আটটার দিকে ঘুমাতে না গিয়ে বসে বসে টিভি দেখছে। 

বাবা-মা বাসায় আসার পর একবারের জন্য বিছানায় যায় শিশুটি। তারপরও শিশুটির মা বিছানা থেকে তুলে এনে জোর করে সারারাত টিভি দেখার জন্য বাধ্য করে। 

এরপর শিশুটি খাবার খেয়ে শুয়ে শুয়ে আরাম করছিল। পরে টেবিলের উপর রাখা খেলনা দিয়ে খেলতে শুরু করে। এরপর রাত দুইটার দিকে কাঁদতে শুরু করে। পরবর্তীতে আবার খাবার খেয়ে শিশুটি ঘুমাতে যাচ্ছিল এমন সময় তার মা তাকে জোর করে টিভি দেখতে বসায়। 

শিশুটির উপর অনেক দিন ধরেই বাবা-মা নজর রাখছিল। শিশুটির মা বলেন তাকে কঠোর নজরদারিতে রাখায় তার মধ্যে পরিবর্তন আসে। 

চীনের সংস্কৃতি অনুযায়ী বাবা-মায়ের কঠোর অনুশাসনে সন্তান সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ।