| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩২১


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩২১


আন্তর্জাতিক ডেস্ক     28 November, 2022     06:59 AM    


ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। রোববার (২৭ নভেম্বর) দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির দেওয়া তথ্য মতে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছে আরও ১৪ জন।

এর আগে গত ২১ নভেম্বর দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে ওই প্রদেশের সিয়ানজুর শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ধসে গেছে। অনেক জায়গায় ভূমিধ্বস হয়েছে। ধ্বংসস্তূপ ও মাটির নিচে এখনও কিছু মানুষ আটকে আছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভূমিকম্পে বাস্তুচ্যুত রয়েছে ৭৩ হাজার ৬৯৩ জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬ হাজার ৩১১টি বাড়ি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ইতিহাস রয়েছে। সেখানে ২০১৮ সালের সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে ২ হাজার জনেরও বেশি নিহত হয়েছে।