| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ বাংলাদেশের ইলিশের প্রতি নির্ভরতা কমানোর আহ্বান মমতার


বাংলাদেশের ইলিশের প্রতি নির্ভরতা কমানোর আহ্বান মমতার


আন্তর্জাতিক ডেস্ক     24 November, 2022     05:18 PM    


বাংলাদেশের ইলিশের প্রতি নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর পশ্চিমবঙ্গের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে নদী ও সমুদ্র থেকে ইলিশ পোনা বা ছোট ইলিশ ধরা বন্ধ করতে হবে। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

আজ (২৪ নভেম্বর) বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মাছের দাম কমানোর উপায় হিসেবে পরামর্শ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্য মাছের উৎপাদন বাড়াতে হবে। আমাদের সমুদ্র ও উপকূলীয় নদী এলাকায় ইলিশের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মাছের চাষ বাড়াতে হবে।। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে একটি গবেষণাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে এই রাজ্যে আরও বেশি করে ইলিশ উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। তাই ভবিষ্যতে এই রাজ্যে প্রচুর ইলিশ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া হচ্ছে।