| |
               

মূল পাতা আন্তর্জাতিক কোলকাতায় সরকারি কর্মীদের বিক্ষোভ মিছিল, পুলিশি ধরপাকড়


কোলকাতায় সরকারি কর্মীদের বিক্ষোভ মিছিল, পুলিশি ধরপাকড়


আন্তর্জাতিক ডেস্ক     23 November, 2022     08:53 PM    


ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন উদ্যোক্তারা। মূলত তিন দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু বিধানসভার দিকে এগোতেই পুলিশ তাদের আটকে দেয়। এ সময়ে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিতে উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি- অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ করতে হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। রাজ্যের কর্মচারীরা বলেছেন, ৬ষ্ঠ বেতন কমিশনের সুপারিশের হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ৩৫ শতাংশ পিছিয়ে আছেন তারা।  অন্য বহু রাজ্যে ‘ডিএ’ বা মহার্ঘভাতার হার এ রাজ্যের তুলনায় বেশি।  

মহার্ঘ ভাতার দাবিতে আজ উত্তপ্ত হয়ে ওঠে কোলকাতার ধর্মতলা চত্বর। রাজ্য কো-ওর্ডিনেশন কমিটিসহ ৩০টি রাজ্য সরকারি কর্মচারি, শিক্ষক-শিক্ষিকাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। রাণী রাসমনি অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হলে ধর্মতলা চত্বরে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলে তা ভেঙে এগিয়ে যান সরকারি কর্মচারীরা। এ সময়ে তারা বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে তুমুল ধস্তাধস্তি বাঁধে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পুরুষ-মহিলা নির্বিশেষে বহু আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ গাড়িতে তোলা হয়। এ সময়ে বেশ কিছু আন্দোলনকারী আহত হয়েছেন।

সরকারি কর্মীদের দাবি- তারা ন্যায্য দাবিতে পথে নেমেছিলেন। কিন্তু তাদের কথা না শুনে পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু আন্দোলনকারী রক্তাক্ত হন বলেও তাদের অভিযোগ।

-পার্সটুডে