| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের দুঃখ কষ্টে সরকারের নতুন আঘাত’


‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের দুঃখ কষ্টে সরকারের নতুন আঘাত’


রহমত নিউজ ডেস্ক     23 November, 2022     05:17 PM    


সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি সংবাদ সম্মেলন করে বিদ্যুতের পাইকারি মূল্য ২০ শতাংশ বৃদ্ধি করার যে ঘোষণা দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ (২৩ নভেম্বর) বুধবার দলের প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, দেশের জনগণের দুঃখ দুর্দশায় এই মূল্য বৃদ্ধি মারাত্মক প্রভাব ফেলবে। এমনিতেই দ্রব্য মূল্যের লাগামহীন দৌরাত্মে মানুষ দিশাহারা। এর‌উপর বিদ্যুতের দাম বাড়লে পণ্যের দাম আরও বাড়বে। অথচ জনগণের ক্রয়ক্ষমতা বাড়ছে না। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের খেসারত জনগণকে দিতে হচ্ছে।বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও কাগজসহ কৃষি পণ্যে ভর্তূকি দিয়ে হলেও দাম কমানোর দাবী জানান। এসব দাম বাড়ানো বাদ দিয়ে সরকারকে দূর্নীতি এবং রাষ্ট্রের অর্থ অপচয় ও পাচার রোধে কার্যকর ভূমিকা পালন করে বাংলাদেশের অসহায় মানুষের জীবন যাত্রাকে সহজ করার পরামর্শ দেন তারা।