| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কের ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত ১১


তুরস্কের ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত ১১


মুসলিম বিশ্ব ডেস্ক     13 November, 2022     09:24 PM    


তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং পুলিশ সদস্য রয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আলজাজিরার ইস্তাম্বুল প্রতিনিধি বলেছেন, হঠাৎ করেই এমন একটা বিস্ফোরণ ঘটল। শহরে হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কবার্তা ছিল না। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে দৃঢ় সন্দেহ রয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এদিকে বিস্ফোরণের পর সেখানকার সমস্ত দোকানপাট ও রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউ পর্যটক এবং স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়।