রহমত ডেস্ক 13 November, 2022 09:22 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কোনো বিশৃঙ্খলা করছে না, বিএনপি মানুষের রাজনীতি, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে, আর আওয়ামী লীগ সেই আন্দোলনে পদে পদে বাঁধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে রোববার (১৩ নভেম্বর) সিরাজগঞ্জের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের এক সভায় তিনি একথা বলেন।
রাজশাহীর সমাবেশে অন্যান্য বিভাগের চেয়ে বেশি মানুষের সমাগম ঘটবে দাবি করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলে গণজাগরণ দেখা দিয়েছে। সাধারণ কর্মীসভাগুলোই জনসভায় পরিণত হচ্ছে। এতেই প্রমাণ হয় যে ৩ ডিসেম্বরে রাজশাহীর সমাবেশে অন্যান্য বিভাগের চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হবে।
তিনি বলেন, সরকারের সীমাহীন অত্যাচার-নির্যাতন, নিপীড়ন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ কারণেই বিএনপির সমাবেশগুলো জনসমুদ্রে রূপ নিচ্ছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কর্মীসভায় জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।