রহমত নিউজ ডেস্ক 11 November, 2022 05:20 PM
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (২৪), মোহাম্মদ নাফিস (২৩), মো. শাহিন (৪০), মো. জিহাদ (২৪) ও মোছা. সালমা বেগম (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ (১১ নভেম্বর) শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত চিকিৎসা নিতে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা হাতে-পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তাদের আঘাত গুরুতর নায়। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।