| |
               

মূল পাতা সারাদেশ সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে নৌবাহিনীর সদস্যের মৃত্যু


সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে নৌবাহিনীর সদস্যের মৃত্যু


রহমত নিউজ ডেস্ক     08 November, 2022     09:28 AM    


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রশিক্ষণে যাওয়ার আগে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাছান মিয়া (১৮)।

জানা গেছে, হাছান কিছুদিন আগে নৌবাহিনীতে নিয়োগ পান। আগামী ২৭ ডিসেম্বর তার প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল। প্রশিক্ষণে যাওয়ার আগে কয়েক দিন ধরে সাঁতার শিখছিলেন তিনি।

এদিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়া নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে সাঁতার শিখতে যান হাছান। এ সময় হাছানের মা হাওয়া বেগম পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। তার সামনেই ছেলে পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।

নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলের নৌবাহিনীতে চাকরি হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর প্রশিক্ষণে যাওয়ার কথা। তাই কয়েক দিন ধরে পুকুরে সাঁতার শিখছিল। সোমবার বিকেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, সোমবার রাতে এ খবরটি শুনেছি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ী