| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী রাজধানীতে মহিলা দলের সম্পাদক সুলতানার মুক্তি দাবিতে বিক্ষোভ


রাজধানীতে মহিলা দলের সম্পাদক সুলতানার মুক্তি দাবিতে বিক্ষোভ


রহমত নিউজ     06 November, 2022     05:24 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহিলা দল। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ আটক সব নেতাকর্মীর মুক্তি দাবিতে স্লোগান দেন।

আজ (৬ নভেম্বর) রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, শাম্মি আখতার, রুমা আক্তার, শামীমা রাহিম, শাহীনুর নার্গিসসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে র‌্যাব-৩ আটক করেছে। তিনি এখন র‌্যাব-৩ এর কার্যালয়ে। এ ঘটনা শুধু অমানবিকই নয়, একজন সম্মানিত নারী নেত্রীর প্রতি চরম অবমাননা এবং সরকারপ্রধানের ব্যক্তিগত ক্রোধ চরিতার্থ করার বহিঃপ্রকাশ। দেশে শুধু বিরোধীদলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না। দেশে শিশু-বৃদ্ধ-নারী-পুরুষ প্রত্যেকেই ভয়ানক ভয়ের পরিবেশের মধ্যে দিন যাপন করছে।

বরিশালের সমাবেশ শেষ করে রবিবার সকালে লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছার পর গাড়িতে উঠে কিছুদুর অগ্রসর হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-৩ এর একটি টিম তার গাড়ি আটক করে সবাইকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে যায়। আজ (৬ নভেম্বর) রবিবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ (৩৮)। মামলার অভিযোগ থেকে জানা যায়, ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা