মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা
মুসলিম বিশ্ব ডেস্ক 06 November, 2022 06:43 AM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেরটরি অথরিটি।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার লংমার্চে বক্তৃতার সময় হত্যা পরিকল্পনার ভিত্তিহীন অভিযোগ তুলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ধরনের কনটেন্ট প্রচার হলে জনগণের মধ্যে ঘৃণা ছড়াতে পারে। এছাড়া তার এ ধরনের বক্তব্যের কারণে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
ইমরানের সংবাদ সম্মেলন প্রচার করলে গণমাধ্যমের লাইসেন্স বাতিল করে দেয়া হবে বলেও জানানো হয় নোটিশে।
এর আগে, গত বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানের ওপর বন্দুক হামলা হয়। এতে তার পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি শঙ্কামুক্ত হন।
বন্দুক হামলার শিকার হওয়ার পর দেয়া ভাষণে ইমরান খান বলেন, হামলার আগের দিন জানতে পারি, গুজরাটের ওয়াজিরাবাদে আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরাসরি জড়িত বলেও দাবি করেন পিটিআই চেয়ারম্যান।