রহমত ডেস্ক 03 November, 2022 02:56 PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বৈশ্বিক সংকটের কারণেই মানুষের কষ্ট হচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার দুর্ভোগের কথা ভেবে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে এ কথা জানান মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এখনই বলেছি, খুব শীঘ্রই পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে শীঘ্রই সমন্বয় করা হবে সয়াবিন তেলের দাম।
বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-একদিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে, তখন সরকার নির্ধারিত দামেই বাজারে চিনি পাওয়া যাবে।
এর আগে ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।