রহমত ডেস্ক 03 November, 2022 03:01 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্নীতি মামলার সচলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।
বতর্মানে মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
২০০৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর রমনা থানায় গয়েশ্বরের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে এই মামলার বিচার শুরু হয়। এরপর মামলাটি স্থগিত চেয়ে ২০১০ সালে আবেদন করেন গয়েশ্বর। স্থগিত হয়ে যায় মামলার কার্যক্রম। দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার স্থগিতাদেশ বাতিল করে বৃহস্পতিবার মামলাটি সচলের আদেশ এলো উচ্চ আদালত থেকে।