রহমত নিউজ ডেস্ক 02 November, 2022 09:58 PM
বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম ইসলামি রাষ্ট্রে ষড়যন্ত্রমূলকভাবে স্কুল কলেজের শিক্ষা কারিকুলাম থেকে পরিকল্পিতভাবে ইসলামি শিক্ষাকে বাদ দিয়ে হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্তের তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মওলানা মুসা বিন ইজহার।
আজ (২ নভেম্বর) বুধবার সংগঠনের প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, হিন্দুত্ববাদের দোসর উগ্র ভারতীয় আরএসএস ও ইস্কন গংরা বাংলাদেশের ইসলামী কৃষ্টি কালচার ধ্বংস করে ভারতীয় হিন্দুইজম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ষড়যন্ত্র করছে। এদেশের ধর্মপ্রাণ তৌহিদী জনগণকে সাথে নিয়ে তা নস্যাৎ করতে হবে। সরকারকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করে বলেন অন্যথায় পরিনতি ভালো হবে না।