| |
               

মূল পাতা সারাদেশ জেলা ফরিদপুর-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের


ফরিদপুর-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের


রহমত নিউজ     02 November, 2022     10:02 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ ( নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর) আসনে উপনির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। দেশের জনগণ তাদের ভোটাধিকারসহ সকল ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই সরকারের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। সারা দেশের জনগণ ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে এখানে কোন প্রকার বিশৃঙ্খলা বা স্বজনপ্রীতি হলে তার উচিত জবাব দেওয়া হবে। ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সুষ্ঠু হলে খেলাফত আন্দোলনের প্রার্থী এডভোকেট জয়নাল আবেদীন বকুল মিয়া বিপুল ভোটে জয়ী হবেন। ইনশাআল্লাহ।

আজ (২ নভেম্বর) বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ জয়নুল আবদীন বকুল মিয়ার সমর্থনে নির্বাচনী এলাকায় গণসংযোগ কালে বিভিন্ন পথ সভায় তিনি এ দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ফরিদপুর জেলা আমির মাওলানা হাফেজ মিজানুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতী রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ কৃষ্ণপুর, তালমা বাজার, মহিলা রোড বাজার, নগরকান্দার বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ফরিদপুর ফরিদপুর সদর