| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প পথে চলাচলের অনুরোধ


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প পথে চলাচলের অনুরোধ


রহমত নিউজ     28 October, 2022     04:04 PM    


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টিতে খানাখন্দ ও ছোট বড় গর্ত তৈরি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যানজট লেগেই আছে। তাই টঙ্গীর মিলগেট এলাকার সড়ক স্থায়ী মেরামতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে আগামী ৪৮ ঘণ্টা বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আজ (২৮ অক্টোবর) শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে মিলগেটে বিআরটি প্রকল্পে কাজ চলায় মহাসড়কটি সংকুচিত হয়ে পড়েছে। মহাসড়কের চেরাগ আলী থেকে স্টেশন রোড পর্যন্ত থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে টঙ্গীর স্টেশন রোডের পরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট অংশের উভয়মুখী রাস্তার স্থায়ী মেরামতের কাজ চলবে। এ সময় আপনারা নিজেদের প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করবেন। এক্ষেত্রে ঢাকা প্রবেশে বনমালা রেলগেট হয়ে টঙ্গী পূর্ব থানা হয়ে স্টেশন রোড হয়ে ঢাকায় এবং ধীরাশ্রম রেলগেট-হায়দারাবাদ চৌরাস্তা-নিমতলী ব্রিজ-স্টেশনরোড-ঢাকায় এবং ময়মনসিংহের দিকে যেতে ঢাকা থেকে টঙ্গীর স্টেশনরোড থেকে মিরেরবাজার হয়ে ভোগড়া বাইপাস ও কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিট হয়ে উলুখোলা ব্রিজ থেকে মিরের বাজার হয়ে ভোগড়া বাইপাস রোড ব্যবহার করবেন। এছাড়া সরাসরি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করতে চাইলে হাতে একটু বাড়তি সময় নিয়ে বের হতে হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন জানান, যানজট নিরসনে এবং মানুষের ভোগান্তি কমাতে টঙ্গী মিলগেট এলাকায় স্থায়ী কাজ চলমান রয়েছে। আশা করছি রাত ৮টার মধ্যে এক পাশে পুরোদমে যান চলাচল শুরু করা যাবে এবং আগামীকালের মধ্যে রাস্তার সংস্কার কাজ পুরোপুরি শেষ হবে। আমরা আশাবাদী, এই কাজটি নিরবিচ্ছিন্নভাবে শেষ করতে পারলে, আপনাদের নির্বিঘ্ন ও সুখকর যাতায়াত নিশ্চিত হবে। যাত্রী, চালক ও মহাসড়ক সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা