রহমত নিউজ 27 October, 2022 03:35 PM
দেশের প্রয়োজনে, দেশের মানুষের জন্য, অসুস্থ হয়ে যাওয়া মানুষের পাশে দাড়ানোর জন্য ইত্তেহাদুল উলামা উত্তরখানের উদ্যোগে ‘মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের সুন্নাহ খেদমতে খালক্বের অংশ বিশেষ’ স্লোগান নিয়ে ‘ফ্রি চিকিৎসা সেবা’ চালু করেছে। সেবাটির উদ্বোধন উপলক্ষে উত্তরখান থানাধীন দারুত তাকওয়া হিফয মাদরাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকার আলেম ওলামাদের জন্য যত কাজ করেছেন বিগত কোন সরকার করেনি। কওমী স্বীকৃতি, রেকর্ড সংখ্যক মডেল মসজিদ নির্মাণ, শিশুদের কুরআন শিক্ষার জন্য মসজিদ ভিত্তিক মাসিক বেতন প্রদান ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আলেম-উলামার সাথে আছেন এবং তার সুযোগ্য নেতৃত্বে আমরাও আপনাদের পাশে আছি ও থাকবো।
সূচনা বক্তব্যে সংগঠনের পরিচিতি তুলে ধরে ইত্তেহাদুল উলামা উত্তরখানের সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম বলেন, ইতোপূর্বে আমরা বন্যাকবলিত সুনামগঞ্জে প্রায় ৮৫,০০০ টাকা পরিমাণের ত্রাণ বিতরণ করি, বন্যা পরবর্তী নেত্রকোণায় মানুষকে ঘড় বানাতে আর্থিক সহযোগিতা করি তারই ধারাবাহিকতায় আজকের ফ্রি চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ডে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়, আগামী মাসে ৪৪ নং ওয়ার্ড এবং তার পরবর্তীতে ৪৬ নং ওয়ার্ড এমনভাবে সমস্ত উত্তরখানে উক্ত সেবা দেয়া হবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহিম বলেন, আলেমদের ব্যাপারে একটা কথা শোনা যায় যে হুজুরা শুধু নেয়, কিছু দেয় না কিন্তু আমাদের ভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের এই ধারণা আমরা পাল্টে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রতিমাসেই উত্তরখান থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই আয়োজন করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেম-উলামাগণ, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও সেলিম রেজা, উত্তরখানের বিভিন্ন মাদরাসার মোহতামিমগণ, ইত্তেহাদুল উলামা উত্তরখানের কোষাধ্যক্ষ ইব্রাহিম খান আযাদীসহ স্থানীয় বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতীবগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইত্তেহাদুল উলামা উত্তরখানের সহ-সাধারণ সম্পাদক ও দারুত তাকওয়া হিফয মাদরাসার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম। ইত্তেহাদুল উলামা উত্তরখানের সহ-সভাপতি মাওলানা আসাদুল্লাহর দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা