| |
               

মূল পাতা জাতীয় নিজেদের অর্থনৈতিক স্বার্থে আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী


নিজেদের অর্থনৈতিক স্বার্থে আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     26 October, 2022     02:08 PM    


নিজেদের অর্থনৈতিক স্বার্থে আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকার অর্থনীতি যুদ্ধ ছাড়া চলবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা। ’ 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘যুদ্ধ সমস্যা না, সেংশনটাই সমস্যা। যুদ্ধ চলুক, কিন্তু স্যাংশন দেওয়া যাবে না। স্যাংশন বন্ধ করতে হবে। তেল, জ্বালানি এক দেশ থেকে আরেক দেশে আসা বন্ধ যেন না হয়। ’ 

তিনি বলেন, ‘জাতিসংঘকে ব্যর্থ বলা যাবে  না। জাতিসংঘের অবদানে শিশুমৃত্যু, মাতৃমৃত্যু কমে এসেছে। তবে যুদ্ধ বন্ধে এখনো কাজ চলছে। ’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারবে না, তবে সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। জাতিসংঘের অর্জনটাই বেশি। বাংলাদেশ চায়,  জাতিসংঘ যেন আরও শক্তিশালী হয়। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সব সদস্যদের নিয়ে জাতিসংঘ কাজ করে।  কিন্তু ৫ স্থায়ী সদস্যের কাছেই সবকিছু। এটার পরিবর্তন করা দরকার। প্রতিষ্ঠাকালে তাদের মতো তারা সাজিয়ে রেখেছে, ১৯৩ রাষ্ট্রের ভোট একটি করে। তাই সবার সমান সুযোগ থাকা দরকার।  জাতিসংঘের নারী উন্নয়ন, শিশুমৃত্যুর হার কমানো, স্বাস্থ্যের উন্নয়নে যেমন অবদান আছে, তেমনি তাদের ব্যর্থতাও রয়েছে। যুদ্ধ থামাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেখেছি আমরা।
পররাষ্ট্রনীতি নিয়ে ড. মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান, কারো সঙ্গে শত্রুতা না করে সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর এই নীতি ছিল। যখন ইস্টার্ন ও সোভিয়েত ব্লক আমাদের চাইছিল, বঙ্গবন্ধু কারও পক্ষ না নিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক করেন। এটা ছিল অর্থনৈতিক মুক্তির জন্য। প্রধানমন্ত্রীও তাই করছেন। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারলে আর অভাব-অনৈক্য থাকবে না। যুদ্ধ-বিগ্রহ থাকবে না, সন্ত্রাস থাকবে না।