রহমত ডেস্ক 26 October, 2022 02:21 PM
খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়া হলো বিশ্বের খাদ্য ভাণ্ডার। সেই দুদেশেই যুদ্ধ চলছে। তাই খাদ্যাভাব দেখা দিচ্ছে। যারা ভাবছে খাদ্য পণ্যের দাম কমবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে অনেক চেষ্টা করছেন। ডিসেম্বর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
নির্বাচনের কথা টেনে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম দখল করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসলে সেটা জনগণ মেনে নিবে না। নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে হবে।’