| |
               

মূল পাতা সারাদেশ জেলা বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই হবে : আব্দুর রহমান


বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই হবে : আব্দুর রহমান


রহমত নিউজ     23 October, 2022     06:30 PM    


বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই হবে। আর শেখ হাসিনা অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। যারা নির্বাচন ভন্ডুল করার জন্য হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দিবে না। সরকার বদলের একমাত্র পথ হচ্ছে নির্বাচন, অন্য কোন পথে সম্ভব নয়।

আজ (২৩ অক্টোবর) রবিবার শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে আয়োজিত জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আনোয়ার হোসেনকে সভাপতি এবং মীর মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু, সম্মেলনে জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেট।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী জয়পুরহাট জয়পুরহাট সদর