| |
               

মূল পাতা জাতীয় গণমাধ্যম সময় টিভির ২ ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার


সময় টিভির ২ ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার


রহমত নিউজ     16 October, 2022     04:05 PM    


নিউজ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে। প্রায় ১০ মিনিট চ্যানেলটি হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।

সেলিম বলেন, সময় টিভির ইউটিউব চ্যানেল একঘন্টা আগে সাইবার হামলার শিকার হয়েছে। সময় টিভির ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায়, হ্যাকাররা একটি ভিডিও আপলোড করে রেখেছে। চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সময় টিম।

সময় টিভির ইউটিউব চ্যানেল এখন নিরাপদ

আজ (১৬ অক্টোবর) রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে সময় সংবাদের ইউটিউব চ্যানেলের দর্শকরা সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘SOMOY TV' , ‘SOMOY TV Bulletin’, ও অন্যান্য চ্যানেলগুলোতে চ্যানেলের নাম পরিবর্তন হওয়াসহ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। এরপর দ্রুত চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয় এবং হ্যাকারের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়। তবে এখনও চ্যানেলের নাম হ্যাকারের দেয়া নামটিই রয়ে গেছে কারণ ইউটিউবের সাপোর্ট টিম বিস্তারিত তদন্তের জন্য কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন।

সময় টিভি কর্তৃপক্ষ দর্শকদের অবগতির জন্য জানিয়েছে, ‘চ্যানেলটি এখন হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত এবং খুব শিগগিরই আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসব, সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এ ছাড়া ঠিক একই সময়, সময় টিভির পরিচালনাধীন দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘somoynews.tv’ তেও হ্যাকাররা অ্যাটাক করে এবং সময় টিভির সাইবার সিকিউরিটি টিম টের পাওয়ার সাথে সাথে তা নিয়ন্ত্রণে নেয় এবং কোনো প্রকার ডাউন টাইম ছাড়াই তা সমাধান করে।