রহমত নিউজ ডেস্ক 13 October, 2022 09:55 AM
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বলতে চাই, আপনারা যখন ক্ষমতা ছেড়ে যাবেন। তখন একা বাড়ি ফিরে যেতে পারবেন না। বাধ্য করবো প্রতিটি শহীদের বাড়িতে ক্ষমা চেয়ে যেতে। বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন হুম্মাম। ওই বক্তব্য চলাকালীন তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন। যার জবাবে আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে পলোগ্রাউন্ড ময়দান।
সমাবেশে হুম্মাম কাদেরের দেওয়া বক্তব্য হুবহু তুলে ধরা হলো- তিনি বলেন, বহুদূর থেকে অনেক পরিশ্রম করে আপনারা এখানে এসেছেন। এজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঢাকা থেকে সিনিয়র নেতাদের কথা শুনতে উপস্থিত হয়েছেন। তবে আমি নিজে কোনো বড় নেতা হিসেবে নয়, আমি এখানে উপস্থিত হয়েছি শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আমার পরিবারের তরফ থেকে অনুরোধ করছি, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রাণপ্রিয় ভাই তারেক রহমানের জন্য দোয়া করতে। আপনাদের এতো উৎসাহিত দেখে মন ভরে যাচ্ছে।’ আজকে আপনাদের সামনে বেশি বক্তব্য দিতে চাই না। আমার ভাইদের সুযোগ দিতে চাই। যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের সামনে আরেকবার ধরে যেতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। সামনে যখন এই ময়দানে আবার একসাথে হবো। তখন সরকার গঠন করে এই ময়দানে আসবো।
২০১৬ সালে ৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি হুম্মামকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে তখন তার আইনজীবী ও পরিবার অভিযোগ করেছিল। এরপর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। ২০১৭ সালের মার্চে রাজধানীর ধানমন্ডির বাসার কাছে কে বা কারা ফেলে রেখে যায় বলে পরিবার জানায়। এরপর থেকে আড়ালেই আছেন হুম্মাম কাদের। আজ বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন সাকা চৌধুরীর ছেলে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম